parbattanews

কুতুবদিয়ায় খালে জেলের জালে বিরল প্রজাতির মাছ

কুতুবদিয়ায় খালের পানিতে জেলের জালে ধরা পড়েছে ৫ কাটাওয়ালা বিরল প্রজাতির মাছ। দু‘সপ্তাহ আগে উপজেলার লেমশীখালী ছিদ্দিক হাজীর পাড়ার তামজীদের ঠেলা (টাঙুয়া) জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।

স্থানীয় উৎসুক মানুষ এ মাছটি দেখার জন্য ছুটে যাচ্ছে ওই অজপাড়াগাঁয়।

তামজীদের পিতা বৃদ্ধ লবণ চাষি জামাল উদ্দিন জানান, গত ৮ আগস্ট বাড়ির পাশেই পিলটকাটা খালে তার কিশোর পুত্র তামজীদ(১৪) ঠেলা জাল নিয়ে মাছ ধরতে গেলে ৫ কাটাওয়ালা প্রায় দেড় ফুট লম্বা মাছটি ধরা পড়ে।

দেখতে অজগর সাপের রং ডোরাকাটা। উপরে একটি এবং দু‘পাশে দুই জোড়া শক্ত কাটা রয়েছে।

মাছের চোখের সামনেই আরো দু‘টি নাক রয়েছে যা দেখতে চোখের মতই। হাঙ্গরের মত মুখটি গলার নীচে অবস্থিত।

তিনি আরো জানান এমন মাছ তার ৭২ বছর বয়সে দেখেননি। কয়েকজন পেশাদার প্রবীণ জেলেকে দেখালেও তারাও বলতে পারেননি মাছটির নাম।

বিরল প্রজাতির মাছটি তারা লবণাক্ত পানিতে জিইয়ে রাখার চেষ্টা করছেন। তবে মাছের খাদ্য, মানুষের খাদ্য কিছুই আহার করেনি দু‘সপ্তাহ যাবত।

খালের পানিতে কিভাবে এসেছে মাছটি তাও বুঝা যাচ্ছেনা। এটেল মাটি কিছুটা খেয়েছে বলে তিনি মনে করেন। এভাবে কয়দিন? আস্তে আস্তে হয়তো এক সময় মরে যাবে মাছটি তার পরিচয় মেলার আগেই।

অনেকেই মনে করেন করেন বিরল প্রজাতির মাছটি কোন ফিসারিজ মিউজিয়ামে স্থানান্তরের উদ্যোগ নেয়া হলে রক্ষা পাবে বিরল প্রজাতির মাছটি।

Exit mobile version