parbattanews

কুতুবদিয়ায় খুলে দেয়া হলো পারাপারের ঘাট

কুতুবদিয়া চ্যানেল পারাপারে লকডাউন তুলে খুলে দেয়া হলো ঘাট। ফলে দীর্ঘ দিন পর বিধিনিষেধ সীমিত আকারে বলবৎ ও স্বাস্থ্য বিধি মেনে স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদের করোনা বিষয়ক জরুরী সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের অন্যান্য স্থানের সাথে বিশেষ ক্ষমতায় গত ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত গণপরিবহণ, ঘাট পারাপার, বাজার ইত্যাদির উপর বিধি নিষেধ আরোপিত ছিল। ঘাট পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অভিযোগ ছিল। বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়।

ভাড়া বৃদ্ধির সাথে সংগতি রেখে প্রতিটি ঘাট পারাপারে বোট ভাড়া ৩০ টাকা নির্ধারণ ও স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ৩০ জন যাত্রী নেয়া এবং প্রতি ঘন্টায় বোট ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে জরুরী সভায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভ’মি) মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী, প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাস, ডা. রেজাউল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র রুদ্র, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচছাফা, সমাজ সেবা কর্মকর্তা আমজাদ খান, ইউপি চেয়ারম্যান আসম শাহরিয়ার চৌধুরী, জালাল আহমদ, ছৈয়দ আহমদ চৌধুরী, আক্তার হোসেন, আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ মান্নান, বড়ঘোপ-মগনামা ঘাট ইজারাদার আবুল কালাম আজাদ সহ অন্যান্য ঘাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version