parbattanews

কুতুবদিয়ায় গণহত্যা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা ও সরকারি কলেজে এক যোগে মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(ইংরেজি) মো. খোরশেদ আলম জানান, গণহত্যা দিবস উপলক্ষে বিদ্যালয়ে বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া ও গেরিলা প্রদর্শিত হয়। এ সময় সকল শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীনতার বিভিন্ন জানা-অজানা বিষয় উপভোগ করেন।

থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, মুক্তিযুদ্ধের অনেক বিষয়ই শিক্ষার্থীরা অবগত নয়। যে কারণে পাক হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের কালো রাত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুতুবদিয়ায় মাধ্যমিক স্তরের সকাল স্কুল মাদ্রাসা, সরকারি কলেজে মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষ- শিক্ষার্থীরা বড় পর্দায় চলচ্চিত্র উপভোগ করেন বলে তিনি জানান।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিদর্শনও করেন বলে জানান।

Exit mobile version