কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাড়ি পুড়ে ছাঁই

fec-image

কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বসত বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।

রবিবার ( ৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং কায়ছার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, কায়ছার পাড়ায় রবিবার রাতে হঠাৎ মানিকের বাড়ির রান্না ঘরের গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই পার্শবর্তী বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও একই লাইনে থাকা শের উল্লাহর দুই ছেলে মো. দেলোয়ার, মো. মানিক ও আমান উল্লাহর দুই ছেলে তৌহিদুল ইসলাম ও নজরুল ইসলাম এবং মৃত গোলাম সোবহানের ছেলে আমান উল্লাহসহ পাঁচজনের বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে তাদের আলমারিতে রাখা নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড় ও যাবতীয় জিনিসপত্রসহ প্রায় ২৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার ছুটে যান।

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ‍্যা সোমবার ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, গ্যাস সিলিন্ডার, বাড়ি পুড়ে ছাঁই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন