কুতুবদিয়ায় চোলাই মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজার কুতুবদিয়ায় চোলাই মদসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর রাতে পুলিশের একটি বিশেষ টিম উত্তর ধুরুং তেলিয়াকাটা থেকে তাকে আটক করে বলে থানা সূত্র জানায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, পুলিশের সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ওসি (তদন্ত) কানন সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উত্তর ধুরুং তেলিয়াকাটা গ্রামের মাহমুদ উল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী মো. মামুনকে (৩৪) আটক করেন। আটককের সময় তার ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা বেশ কিছু পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, চোলাই মদ, মাদক কারবারি
Facebook Comment