কুতুবদিয়ায় জিপ শ্রমিকদের পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ


কুতুবদিয়ায় নতুন করে করোনা বিস্তার রোধে যাত্রীবাহী জিপ চলাচল বন্ধের শুরুতেই কুতুবদিয়া থানার উদ্যােগে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলা গেইটে স্বাস্থ্য বিধি অনুস্মরণ করে জিপের চালক-হেলপারদের হাতে সহায়তা তুলে দেয়া হয়।
থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, করোনার মহামারিতে শ্রমিক শ্রেণির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। পুলিশ আগেও তাদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছে।
দ্বীপের স্বার্থে আবারও গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তে উপজেলার অর্ধ শতাধিক জিপ শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী দেয়া হয়।
ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী, পুলিশের, বিতরণ
Facebook Comment