কুতুবদিয়ায় জীপ খাদে পড়ে ২ পুলিশ আহত


কুতুবদিয়ায় ডিউটি থেকে আসার পথে পুলিশের একটি জীপ খাদে পড়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৩টার দিকে আজম সড়কের দরবার রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবদিয়া থানার পুলিশের একটি মোবাইল টীম জীপে করে ধুরুং বাজার থেকে ফেরার পথে দরবার রাস্তার পাশে এলে সড়কে একটি ছাগলকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
এসময় জীপে পুলিশের বেশ কয়েকজন সদস্য পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপতালে প্রেরণ করেন।
এ ঘটনায় সাইফুজ্জামান (৩৪) ও রোমান বড়ুয়া (২৮) নামের ২ পুলিশ সদস্য আহত হন বলে হাসপাতাল সূত্র জানায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, পুলিশ সদস্য
Facebook Comment