কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার


কুতুবদিয়া উপকূল থেকে এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উত্তর ধুরুং চুল্লার পাড়ার সৈকত থেকে এরফান নামের জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরফান লেমশীখালী এ হক পাড়ার মো.ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে সাগরে মাছ ধরতে যায়। ২৯ সেপ্টেম্বর(শুক্রবার) রাত ১০টার দিকে মাছ ধরে ক’লে ফিরে আসে উত্তর ধুরুং চুল্লার পাড়া নামক ফিশিংবোট অবতরন ঘাটে। এ সময় এরফান (২৬) দ্রুত বোট থেকে নামতে গিয়ে পানিতে পড়ে যায়। শেষে শনিবার সকালে তার মরদেহ
মেলে উপকূলে। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
থানার এসআই আবু হানিফ বলেন, খবর পেয়ে তারা শনিবার সকালে উত্তর ধুরুং উপকূলে গিয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।