কুতুবদিয়ায় ঝড়ে কার্গো বোটের মাঝি নিখোঁজ
কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে এক মালবাহী কার্গো বোটের মাঝি নিখোঁজ হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে কুতুবদিয়ার উত্তর ধুরুং মোহনায় এ দূর্ঘটনায় পড়ে বোটটি। এ ব্যাপারে বোটের মালিক জিয়াউল হক মিজান থানায় সাধারণ ডায়েরী করেছেন।
থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, চট্টগ্রামে যাতায়াতকারি পণ্যবাহী কার্গোবোট সকাল ১০ টার দিকে চট্টগ্রামে যাচ্ছিল। কুতুবদিয়া অদূরে গিয়ে বোটটি ঝড়ের কবলে পড়ে।
এসময় ঢেউয়ের আঘাতে বোটের মাঝি মোস্তাক আহমদ(৫০)সহ অপর একজন মাল্লা সাগরে পড়ে যায়। তবে মাল্লাটি উঠতে পারলেও মাঝি পানিতে হারিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাঝিকে উদ্ধারে চেষ্টা চলছে বলে ওসি জানান।
নিখোঁজ মাঝি বড়ঘোপ মনোহরখালী গ্রামের মৃত নুরুল আলমের পুত্র বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: ঝড়, মালবাহী কার্গো বোট
Facebook Comment