কুতুবদিয়ায় টেম্পু চাপায় শিশু গুরুতর জখম
কুতুবদিয়ায় যাত্রীবাহি টেম্পু চাপায় গুরুতর জখম হয়েছে এক শিশু। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে লেমশীখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি টেম্পু ধুরুং বাজার মুসার মসজিদের পাশে এলে রাস্তায় পথচারি শিশু আব্দুল্লাহ আল মামুনকে(৫) চাপা দেয়।
এসময় মারাত্বক আহত মুমূর্ষ অবস্থায় টেম্পু চালক নিজেই শিশুটিকে তার টেম্পুতে তুলে দ্রুত হাসপাতালে নেয়।
শিশুটি সতরুদ্দীন এলাকার ইলিয়াছের পুত্র। মুছার পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হয়। চালক রিদওয়ানের বাড়ি লেমশীখালী কাজির পাড়ায় বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুতুকদিয়া
Facebook Comment