কুতুবদিয়ায় দুই ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

fec-image

কুতুবদিয়ায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে দুই ওয়ার্ডে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দক্ষিণ ধুরুং ইউনিয়নে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ও লেমশীখালী ইউনিয়নে ২নং (৪,৫,৬) সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে উপনির্বাচন হয়। দক্ষিণ ধুরুং ২ নং ওয়ার্ডে দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ হোছাইন মোরগ প্রতীকে ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নুরুল কাদের ফুটবল প্রতীকে পান ২৯৩ ভোট। অপর প্রার্থী ছরোয়্রা হোসেন তালা প্রতীকে পান ২৮৩ ভোট।

অপর দিকে লেমশীখালী ইউনিয়নে ২নং (৪,৫,৬) সংরক্ষিত মহিলা সদস্য পদে সেখানেও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় হামিদা বেগম কলম প্রতীক ৭৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী জহুরা বেগম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭২২ ভোট। অপর প্রার্থী সকিদা বেগম (মাইক) প্রতীকে পেয়েছেন ৫৫২ ভোট। এ ওয়ার্ডে আল ফারুক দাখিল মাদ্রাসা কেন্দ্র, গাইনা কাটা ইফাদ সাইক্লোন শেল্টার কেন্দ্র ও এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

উপজেলা নির্বাচন অফিসার মো. জামশেদুল ইসলাম সিকদার বলেন, দুই ওয়ার্ডে দু‘জন সদস্য মৃত্যু জনিত কারণে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচন বেশ শান্তি পূর্ণ ও অবাধ হয়েছে। উভয় ওয়ার্ডেই প্রার্থীদের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। নির্বাচনে নারী ভোটারের স্বতস্ফুর্ত উপস্থিতি বেশ লক্ষণীয়। সাধারণ সদস্য পদে একটি কেন্দ্রে একজন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ কেন্দ্রে ৩ জন সহ মোট ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, দুই ওয়ার্ডে মউপ-নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন