কুতুবদিয়ায় দুর্ঘটনায় ৩ ছাত্র আহত

fec-image

কুতুবদিয়ায় নির্বাচনি প্রচারণা করতে গিয়ে মটরসাইকেল দুর্ঘটনায় ৩ ছাত্র আহত হয়েছে। আহত এক জনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান রোড হতে মলমচর রাস্তায় জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক উত্তর মলমচরের জয়নাল আবেদীনের পুত্র কুতুবদিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবু মুছা(১৯), তার চাচাত ভাই মো. জকরিয়ার পুত্র কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. আরিফ (১৭) একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. ফরিদের পুত্র মো. রুবেল(১৯) গুরুতর আহত হন।

স্থানীয় প্রত‍্যক্ষদর্শী মো. রাশেদ জানান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আলমগীর প্রচারণার জন্য মোটরসাইকেল নিয়ে মলমচর যান। এসময় ওই ৩ ছাত্র মোটরসাইকেলটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসরিন সুলতানা আবু মুছা ও আরিফকে হাসপাতালে ভর্তি দেন এবং রুবেলের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, কুতুবদিয়ায়, দুর্ঘটনায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন