কুতুবদিয়ায় পানিতে ডুবে ৪ দিনে ৪ শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় ফের পানিতে ডুবে ফারিয়া নামের এক শিশু মারা গেছে। সোমবার (৪ অক্টোবর ) দুপুরে উত্তর ধুরুং এলাকায় পানি ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে ফারিয়া (৭) পুকুরে গোসল করতে গিয়ে তলীয়ে যায়।
হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটি মৃত বলে জানান। এর আগে গত শুক্রবার ১ অক্টোবর একই এলাকা দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিলে ৩ শিশু মারা যায় পানিতে ডুবে।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, ডুবে, পানিতে
Facebook Comment