কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে শাকিল নামের সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার উত্তর ধুরুং কুইল্যার পাড়ায় পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ওই পাড়ার মো: শাহিনুর’র শিশুপুত্র মো: শাকিল সবার অজান্তে পুকুরে তলিয়ে যায়।
পরে শিশুটিকে পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান শিশুটি মৃত ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পানিতে ডুবে মৃত্যু
Facebook Comment