কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় ১৫ মিনিটের ব্যবধানে পুকুরে ডুবে ফের ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ১৩ ফেব্রুয়ারি) লেমশীখালী বশিরউল্লাহ সিকদার পাড়া ও দক্ষিণ ধুরুং জুইল্লার পাড়া গ্রামে পানি ডুবির পৃথক পৃথক ঘটনা দু‘টি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসাপতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে লেমশীখালীর বশির উল্লাহ সিকদার পাড়ার আখতার হোছাইনের শিশু কন্যা তাহাদ মনি (২) পাশের পুকুরে খেলতে গিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
অপর দিকে একই দিন মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ ধুরুং জুইল্লার পাড়ার জয়নাল আবেদীনের শিশু পুত্র অভি (২) বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়।
প্রতিবেশীরা দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পর উভয় শিশুকে কর্তব্যরত ডাক্তার ফাতেমা মৃত বলে জানান।