parbattanews

কুতুবদিয়ায় প্রথম দিন ৫০৪০ শিক্ষার্থীকে টিকা প্রদান

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম দিন ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৪০ জন শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ১০ টি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত তালিকা অনুযায়ি টিকা প্রদান করা হয়। এর আগে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে অত্যান্ত সতর্কতার সাথে শীতাতপ
নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ৫০৪০ ডোজ টিকা নিয়ে আসেন বলে
ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান।

শিক্ষার্থীদেরকে টিকা প্রদান কার্যক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান, ডা: গোলাম মারুফ, ডা: নাসরিন সুলতানা, ডা: মো. মোহাইমিনুল ইসলাম, ডা: মোহাম্মদ শরীফ, প্রধান
অফিস সহকারি আবু নাসের সহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথমদিন সর্বোচ্চ ১০৬২ জন ছাত্রী সহ ১৭৩১ জন টিকা নেয় কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এর পর ১৫৪৭ জন রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী।

টিকা নিতে আসা কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসফিয়া আফরিন জানায়, ভীড় হবে ভেবে প্রথমে আতংকিত ছিলাম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা প্রদানে নিরাপত্তা সহ সুশৃংখলা বজায় রাখায় দ্রুত টিকা নিতে পেরেছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমদিন সুশৃংল ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। আগামীকল রবিবার (৯ জানুয়ারি) অন্তত ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৬ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি জানান।

Exit mobile version