parbattanews

কুতুবদিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

কুতুবদিয়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শনিবার (২৫ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সিটিজেন পার্কে আয়োজিত মেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তংচঙ্গ্যা।

বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপাতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, থানার এসআই রায়হান উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিআরডিবি চেয়ারম্যান এসকে লিটন কুতুবী প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোর্শেদ আলম বাহাদুর বলেন, উপজেলার সবক‘টি ইউনিয়ন থেকে ৪৪টি নারী-পুরুষ খামারি প্রদর্শনী মেলায় অংশ নেয়। মেলায় গরু-মহিষ, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শিত হয়। ১০ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version