কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে মুহাম্মদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে উত্তর ধুরুং মগলাল পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের আহমদ কবিরের পুত্র মুহাম্মদ (২) বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে পুকুর থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটি মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ডুবে, পুকুরে
Facebook Comment