কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা উদ্বোধন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা কার্যক্রম উদ্বোধন করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি ) উপজেলা অফিসার্স ক্লাব মাঠে বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োাজন করেন।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী কার্যক্রমের সাথে একযোগে সারা দেশের ন্যায় কুতুবদিয়ায়ও উদ্বোধন হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহি অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার সুপ্রভাত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।