কুতুবদিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
কুতুবদিয়ায় অভাবের তাড়নায় বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দক্ষিণ ধুরুং কালু মিয়াজির পাড়ার দরিদ্র আলী আহমদের পুত্র খোরশেদ আলম (৩) তার বাবার সাথে মহেশখালীতে লবন মাঠে কাজ করত। সেখানেই জ্বরে ও জন্ডিসে আক্রান্ত হয়। বাড়িতে এলেও অর্থের অভাবে সময়মত চিকিৎসা করাতে না পেরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিষপান করে। বিষয়টি জানাজানি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডা, মো: জায়নুল আবেদীন রেফার করেন তাকে। তবে পথিমধ্যে যাওয়ার পথেই রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বিষপানে আত্মহত্যা করার যুবকটি রোগাক্রান্ত হয়ে বাড়িতে মূলত: আর্থিক অনটনে চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে বিষপান করেছিল বলে জেনেছি।
প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির কথাও জানান তিনি।