কুতুবদিয়ায় বড় ভাইয়ের হামলায় রক্তাক্ত বেতার কর্মচারি
কুতুবদিয়ায় জমির বিরোধে বড় ভাই পিটিয়ে রক্তাক্ত করেছে বেতার কেন্দ্রের কর্মচারি ছোট ভাইকে। আহত ছোট ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতিতে রেফার করেছেন চিকিৎসক।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কৈয়ারবিল পরান সিকদার পাড়ায় এ হামলার শিকার হন ওই কর্মচারি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের মৃত করিম দাঁদের পুত্র কক্সবাজার বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের একান্ত সহকারি একেএম রিদওয়ানুল করিম (২৭) ছুটির দিনে বাড়িতে এসে পৈত্রিক জমি বন্টনের কথা বলতে গেলে বড়ভাই মনজুর আলম (৪৫) ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে ছোট ভাইকে মারধর শুরু করে।
এ সময় তার অপর বড়ভাই মোজাফ্ফর ও ভাবী রেনুজা বাধা দিলে তারাও হামলার শিকার হন বলে ভাবী রেনুজা জানান।
রিদওয়ানুলের অতিরিক্ত রক্তক্ষরণে দ্রুত হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এর আগেও মন্জুর আলম ছোট ভাই ও তার স্ত্রীকে মারধরের মামলায় আদালতে এক বছরের সাজায় ১৫ দিন জেল খেটে জামিনে আসে।