parbattanews

কুতুবদিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে বাছাই কার্যক্রম

কুতুবদিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে কর্মপরিকল্পনায় বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) কুতুবদিয়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস আয়োজিত চুড়ান্ত বাছাই প্রক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এডিসি (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ।

উপজেলা নির্বাহি অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার(ভ’মি) সুপ্রভাত চাকমা, থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সকল ইউপি জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, আনসার ভিডিপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে অন্তত ৮‘শ গরীব দুস্থ ভিক্ষুকরা উপস্থিত ছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সুপানন্দ বড়ুয়া।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা স্ব স্ব ইউনিয়নের নারী-পুরুষ মিলে ৪৪৫ ভিক্ষুকের একটি তালিকা জমা দেন। চুড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষে নির্দিষ্ট পরিমাণ ভিক্ষুকের তালিকা সোমবার শেষ হয়নি। তবে ৫ শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version