parbattanews

কুতুবদিয়ায় ভোটার হালনাগাদ সংশোধন আবেদন শুনানী 

কুতুবদিয়ায় ভোটার তালিকা হালনাগাদ‘ ১৯ দাবি, আপত্তি ও সংশোধনে গৃহীত আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

এসময় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে গঠিত বিশেষ কমিটির সদস্যদের মাঝে উপজেলা নির্বাহি অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভুমি) সুপ্রভাত চাকমা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি এম.এ মান্নান, দক্ষিণ ধুরুং ইউপি সদস্য হুমায়ুন কবির বাদশা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, ভোটার তালিকা হালনাগাদের সংশোধনী, দাবি, আপত্তি নিয়ে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ৮৩ জন আবেদন করেছেন। বিশেষ কমিটির সভায় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে অন্তত ৫জন আবেদনকারী প্রয়োজনীয় কাগজ-পত্র জমাদান না করায় সেগুলো আপাতত: নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সেগুলো জমা হলে পুনরায় বাছাই করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

Exit mobile version