কুতুবদিয়ায় মাধ্যমিকে সেরা কুতুবদিয়া হাই স্কুল


মাধ্যমিক ও সমমানের ফলাফলে কুতুবদিয়ায় পাশের হারে মন্দায় সেরা ফলাফল করেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
৮ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ জিপিএ-৫ এর মধ্যে ১২টিই স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের দখলে। ৩৯৮ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৩৩৬ জন। পাশের হার ৮৪.১২।
পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ৩৫৩ জনে পাশ করেছে ২৮৬ জন। পাশের হার ৮১.০২। উপজেলায় এবার এসএসতিতে অংশ নেয় ১৪৫৩ জন পরীক্ষার্থী। পাশ করেছে ১১০৫ জন। পাশের হার ৭৬.০৪।
এ ছাড়া কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০৫ জনে ৮২ জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩ জন জিপিএ-৫ সহ ১০৮ জনে ৮০ জন, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলে ৮৮ জনে ৬৭ জন,আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে ১২১ জনে ৮৯ জন, লেমশীখালী হাই স্কুলে ১৮৫ জনে ১৩২ জন এবং সতরুদ্দীন হাই স্কুলে ৯৫ জনে ৬৪ জন পাশ করেছে।
অপর দিকে মাদরাসা বোর্ডের অধিনে দাখিলে ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩০৬ জন। পাশের হার ৭৮.৮৬। শতভাগ পাশ করেছে দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদরাসা। ৩৮ জনে সবাই পাশ করেছে।
ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদরাসা ২৬ জনে ২৪ জন পাশ করেছে। বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা ৩জন জিপিএ-৫ সহ ৪৪ জনে পাশ করেছে ৪০ জন। আল ফারুক দাখিল মাদরাসা ১ জন জিপিএ-৫ সহ ৭১ জনে ৬২ জন, শামসুল উলুম আজিজিয়া কুতুব আউলিয়া দাখিল মাদরাসা ৩৯ জনে ৩২ জন, আলী আকবর ডেইল দাখিল মাদরাসা ৩০ জনে ২২ জন, কুতুবদিয়া জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদরাসা ২১ জনে ১৪ জন,ধূরুং ছমদিয়া আলিম মাদরাসা ৬৩ জনে ৪১ জন এবং গাউছিয়া দাখিল মাদরাসায় ৫৬ জনে ৩৩ জন শিক্ষার্থী পাশ করেছে।
কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন্নাহার, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ বলেন, ছাত্ররা কাঙ্খিত জিপিএ-৫ পায়নি । আরো বেশি আশা করেছিলেন তারা। পাশের দিকটাও যথেষ্ট নয় বলে তারা মনে করেন।