parbattanews

কুতুবদিয়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

কুতুবদিয়া মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে শীতার্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার উপজেলা শাখার সভাপতি আকবর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, বিশেষ অতিথি থানার ওসি মো. মিজানুর রহমান ,উপজেলা আ.লীগের সেক্রেটারি হাজি মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি এম. এ মান্নান, এডভোকেট এস.এম সাইফুল্লাহ খালেদ, মাদ্রাসা সুপার মাও. মোর্শেদুল মান্নান, উপজেলা কৃষকলীগ সভাপতি কাইছার সিকদার, কেডিএফ পরিচালক আশফাক আলম খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার অন্তত ৫৫টি স্কুল, মাদ্রাসা, এতিমখানার ৬শত মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারি এম.এম হাছান কুতুবী। একই সাথে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুতুবদিয়া উপজেলা শাখায় নতুন কমিটিতে এম.এম হাছান কুতুবীকে সভাপতি, আশফাক আলম খালেদকে সহসভাপতি ও এডভোকেট এস.এম সাইফুল্লাহ খালেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Exit mobile version