কুতুবদিয়ায় মোবাইল ব্যাংক প্রতারণার ৪১ হাজার টাকা উদ্ধার


কুতুবদিয়ায় বিকাশ প্রতারণার ৪১ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ। গত মাসে নবাগত মাধমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল চুরি করে উপজেলার এক পেশাদার প্রতারক চোর এই টাকা হাতিয়ে নিয়েছিল।
বুধবার (১৭ মে) রাতে উদ্ধারকৃত টাকা ফেরত পান শিক্ষা কর্মকর্তা।
নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ জানান, তিনি উপজেলায় নতুন যোগদান করে জেলা পরিষদের ডাকবাংলোতে গত ১১ এপ্রিল রাত্রি যাপন করেন । রাতে জানালা দিয়ে তার মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। পর দিন ১২ এপ্রিল তিনি বিকাশ করা রবি সীম তুলে দেখেন বিকাশে তার একাউন্টে রক্ষিত ৪১ হাজার ১৬০ টাকা উধাও হয়ে গেছে। মেসেজ দেখে তিনি কুতুবদিয়া থানায় একটি জিডি করেন।
থানার এ.এস.আই জিয়া উদ্দিন বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পলাতক একজন পেশাদার চোর থেকে বিকাশ থেকে তুলে নেয়া টাকা উদ্ধার করে প্রাপককে বুধবার ফেরত দেয়া হয়েছে।
তিনি আরও জানান, কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের আরফাত নামের পেশাদার চোর এই চক্রের মূল হোতা। সে অধিকাংশ সময় চট্টগ্রামে অবস্থান করায় তাকে ধরা যাচ্ছে না। তবে তার অবস্থান সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।