parbattanews

কুতুবদিয়ায় যানবাহনের অভাবে রাস্তায় সন্তান প্রসব

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় যানবাহনের অভাবে হাসপাতালে নেয়ার আগেই রাস্তায় সন্তান প্রসব করেছে এক প্রসূতি। শুক্রবার (২১ জুলাই) ভোর রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেটিঘাটের টেম্পো স্টেশনে বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর রাত ৩টার দিকে পূর্ব আলী আকবর ডেইল  জেলে পাড়ার অভি দাশের সন্তান সম্ভবা স্ত্রী বেবীর রাত ৩টার দিকে হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। এ সময় প্রসুতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করেন তারা। প্রচণ্ড বৃষ্টির মাঝে বাড়ি থেকে বের হয়ে গভীর রাতে কোন যানবাহন না পেয়ে হেঁটে জেটিঘাট স্টেশনে যান। সেখানেও কোন বাহন না পেয়ে অপেক্ষা করতে থাকেন ভোর হওয়ার।

প্রসুতির ব্যথা আরো বেড়ে যাওয়ায় রাস্তার পাশে প্রসবের ব্যবস্থা নেন সাথে থাকা ধাত্রী শ্রীমতি। অঝোরে বৃষ্টির নিচে ভোর ৪টার দিকে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এসময় মা-শিশু উভয়েই বৃষ্টির পানিতে আক্রান্ত হওয়ায় সকালে প্রসুতি-শিশুকে হাসপাতাল গেইটে জুয়েল ফার্মেসীতে মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু মুহাম্মদ শামসুউদ্দীন এর সাপ্তাহিক প্রাইভেট চেম্বারে  নিয়ে আসে প্রতিবেশিরা।

জুয়েল ফার্মেসীর মালিক এমএন আবছার বলেন, বৃষ্টিতে ভেজায় প্রসুতি ও শিশুটিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর উভয়েই সুস্থ রয়েছেন বলেও তিনি জানান।

Exit mobile version