কুতুবদিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ি আটক


কুতুবদিয়ায় অস্ত্রসহ মো. করিম নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃত মো. করিম উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহারুম শিকদার পাড়ার মো. সিরাজের পুত্র। তাঁর কাছ থেকে ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, কুতুবদিয় দক্ষিণ ধূরুং ইউনিয়নে শাহারুম সিকদার পাড়া এলাকায় শুক্রবার ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি টিম। অভিযানে অস্ত্রসহ মো. করিমকে আটক করা হয়। দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারে বিভিন্ন জলদস্যুদের নিকট অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, র্যাবের হাতে অস্ত্রসহ আটক মো. করিমকে থানায় সৌপর্দের পর তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও তিনি জানান