parbattanews

কুতুবদিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ ডাকাত দিদার নিহত

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ার শীর্ষ ডাকাত সন্ত্রাসী দিদার র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

মঙ্গলবার(২০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিদার উপজেলার লেমশীখালী কড়লা পাড়ার মৃত ইউছুপ নবীর পুত্র।

কক্সবাজার র‌্যাব-৭ এর মেজর মাসুদ জানান, কুতুবদিয়ার শীর্ষ ডাকাত, সন্ত্রাসী, স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত লেমশীখালী কড়লা পাগার মো. দিদার(৩৫) ১৫/২০ জনের একটি ডাকাত দলসহ বড়ঘোপ অমজাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকস দল মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালায়। এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় আধা ঘন্টা গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনা স্থলে দিদারের লাশ পড়ে থাকে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজর মাসুদ আরও জানান, ঘটনাস্থল থেকে ৬টি একনলা বন্দুক, ২০টি কার্তুজ, ৯টি খালি খোসা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, নিহত দিদারের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাসী, ধর্ষণসহ ১৩ টি মামলা রয়েছে।

ডাকাত দিদারের মৃত্যুর সংবাদ শুনে দ্বীপে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

 

Exit mobile version