parbattanews

কুতুবদিয়ায় সিনোফার্মার আরও ১৬‘শ ডোজ টিকা

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দফায় আরও ১৬‘শ ডোজ চীনের সিনোফার্মার করোনা প্রতিষেধক টিকা এসেছে। গতকাল রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিকেলে এ টিকা আসে বলে হাসপাতাল সূত্র জানায়। এ নিয়ে সিনোফার্মার ৩ হাজার ডোজ টিকা এলো। এ ছাড়া প্রথম ভারতীয় কোভিশীল্ড টিকা এসেছিল ৬ হাজার ৫০০ ডোজ।

হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান জানান, চীনের সিনোফার্মার টিকা রবিবার তিনি ১৬‘শ ডোজ সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়ে আসছেন। প্রথম দফায় পাওয়া ১৪ ডোজ ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে। আগের চেয়ে করোনা টেস্ট ও টিকা গ্রহণের চাহিদাও বেড়েছে। এ ছাড়া আগামী ৭ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে টিকা দেয়ার লক্ষ্য নিয়েই পর্যাপ্ত টিকা সংগ্রহে রাখা হচ্ছে। এ ছাড়া আগামী সপ্তাহে আরেকটি দেশের টিকা আসবে বলেও জানান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান জানান, রবিবার হাসপাতালে ১৪ টি নমুনা র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২ জন পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট উপজেলায় ১২০৮ নমুনায় ১৭৮ জন করোনায় আক্রান্ত হন।

Exit mobile version