কুতুবদিয়ায় স্ট্রোকে ঘুমের মাঝে শিক্ষকের মৃত্যু
কুতুবদিয়ায় রাতে ঘুমের মাঝেই মারা গেলেন শিক্ষক নজরুল ইসলাম (৪০) । তিনি ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক ছিলেন।
বুধবার (২ আগস্ট) ভোরে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা যায়।
পারিবারিক জানায়, সতরুদ্দিন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মঙ্গলবার এ‘শার নামাজ শেষে সকালে প্রাইভেট আছে, ডেকে দিতে বলে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না ওঠায় খোঁজ নেন স্ত্রী-সন্তানেরা। এসময় তাকে নিথর দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক রাতের কোন এক সময় ঘুমের মাঝে স্ট্রোকে মারা গেছেন বলে জানান।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, প্রায় ৯ বছর ধরে নজরুল ইসলাম অত্যান্ত নিষ্ঠার সাথে তার প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষকতা করছেন। তার মৃত্যুতে পুরো শিক্ষক পরিবার শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নজরুল ইসলাম মৃত্যুকালে তার অসুস্থ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মেয়ে জান্নাতুল মাওয়া সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে
সদ্য প্রকাশিত এসএসসিতে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে বলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম জানান।