parbattanews

কুতুবদিয়ায় স্থগিত ওয়ার্ডে নির্বাচন মঙ্গলবার

কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের স্থগিত ৭নং ওয়ার্ডে কাল মঙ্গলবার (৩০ নভেম্বর) পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুনরায় নির্বাচনটি চেয়ারম্যান প্রার্থী দু‘জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভোট ওয়ার্ডের হলেও ফয়সালা হবে চেয়ারম্যান পদের। একইভাবে ফয়সালা হবে প্রায় সমান সমান ভোট পাওয়া দুই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর। চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় এখন বর্তমান চেয়ারম্যান আ.ন. ম শহীদ উদ্দিন ছোটন ( ঘোড়া) এবং আ‘য়ামী লীগের নৌকার প্রার্থী মো: আবুল কালাম।

গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে ৮ ওয়ার্ডে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান ছোটন ৪ হাজার ৫৪৯ ভোট পেয়ে ৪৩৯ ভোটে এগিয়ে আছেন নৌকার চেয়ে। ভোট সুষ্ঠু হবে এ আশা ব্যক্ত করে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আ.ন. ম শহীদ উদ্দিন ছোটন বলেন, কাস্টিং ভোটের ৪০ ভাগ ভোট পেলে তিনি জয়লাভ করবেন ইনশাআল্লাহ। নৌকার প্রার্থী মো. আবুল কালাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের রিজার্ভ ভোট রয়েছে। এগুলো দিয়ে তিনি পিছিয়ে থাকা ভোট কভার দিতে পারবেন। বাকী ভোটারদের অর্ধেক পেলেও তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপর দিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মূল প্রতিদ্বন্দ্বিতা রওশন আরা (তালগাছ) ও জোসনা আক্তার (মাইক)। তালগাছ প্রতীকে ১৯ ভোট এগিয়ে আছে। এছাড়া এ ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী সালাহউদ্দিন(মোরগ),  সেলিম উদ্দির (টিউবওয়েল), মিজানুর রহমান (আপেল) ও নজরুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থগিত ওয়ার্ড পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৪৭৯ ।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম বলেন, স্থগিত ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন গ্রহণের স্বার্থে র‌্যাব, কোস্টগার্ড, পুলিশসহ নিরাপত্তা বজায়ে সার্বিক বিধি কঠোরভাবে অনুসরণের ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাবে বলেও জানান তিনি।

Exit mobile version