parbattanews

কুতুবদিয়ায় ১২ কেন্দ্রে টিকা পায়নি ১৮৫ শিশু

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতিতে টিকা থেকে বঞ্চিত হলো ১৮৫ শিশু। ৪ দফা বাস্তবায়নের দাবিতে ১লা জানুয়ারি থেকে তারা কর্ম বিরতি শুরু করেন। প্রথম দিনে উপজেলার কোথাও টিকা দানের সিডিউল ছিলনা।

তবে ২য় দিন মঙ্গলবার (০২ জানুয়ারি) ৪ ইউনিয়নে ১২টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের সিডিউল থাকলেও কোন স্বাস্থ্য সহকারী কেন্দ্রে যায়নি। ফলে মঙ্গলবারের পূর্ব নির্ধারিত উত্তর ধূরুং ইউনিয়নে ১,২,৩নং ওয়ার্ডে, দক্ষিণ ধূরুং ইউনিয়নে ১,২,৩নং ওয়ার্ডে, লেমশীখালী ইউনিয়নে ১,২,৩নং ওয়ার্ডে এবং কৈয়ারবিল ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের ১৮৫জন শিশু টাকা নিতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলে কর্মবিরতির বিষয়টি না জানায় অনেক শিশু কেন্দ্রে এসে ফিরে যায়।

বাংলাদেশ হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন কুতুবদিয়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক বাবুল বলেন, কেন্দ্র ঘোষিত সংগঠনের নির্দেশনা অনুযায়ী তারা কর্ম বিরতি পালন করছেন। তাদের ৪ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।

হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান, মঙ্গলবার ৪ ইউনিয়নের ১২টি কেন্দ্রে টিকা প্রদানের সিডিউল ছিল। স্বাস্থ্য সহকারীরা সংশ্লিষ্ট কেন্দ্রে টিকা না নেয়ায় ওই সব কেন্দ্রের ১৮৫জন শিশু নির্ধারিত টিকা থেকে বঞ্চিত হয়েছে।

Exit mobile version