parbattanews

কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

গ্রাম পর্যায়ে পুলিশি সেবা পৌঁছে দিতে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গরবার (১৪ জুলাই) কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হলো। ইউপি চেয়ারম্যান জালাল আহমদে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে এসআই মোসলেম উদ্দিন বাবলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম কুতুবী।

এ ছাড়া অনুষ্ঠানে ওসি (তদন্ত) আনোয়ার হোছাইন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, এসআই মো. আলমগীর, এসআই শামসুল আলম, এএসএই আনোয়ার হোছাইন সহ ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

Exit mobile version