parbattanews

কুতুবদিয়া চ্যানেল থেকে ২০টি অবৈধ জাল জব্দ

মোবাইল কোর্টে সহকারী কমিশনার সুপ্রভাত চাকমার নেতৃত্বে চ্যানেলে মগনামার পাশ থেকে নিষিদ্ধ ১০ টি বেহুন্দি জাল জব্দ

কুতুবদিয়া চ্যানেলে অবৈধ জালের পৃথক মোবাইল কোর্ট ও কম্বিং অপারেশনে ২০টি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ২টা থেকে ৪টা পর্যন্ত কোস্টগার্ড ও পেকুয়া-কুতুবদিয়া মৎস্য অফিসের যৌথ কম্বিং অপারেশন পরিচালিত হয়।

সকালে মোবাইল কোর্টে সহকারী কমিশনার সুপ্রভাত চাকমার নেতৃত্বে চ্যানেলে মগনামার পাশ থেকে নিষিদ্ধ ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

দুপুর ২টার কম্বিং অভিযানে পেকুয়া উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ বেনজির আহমেদ, কুতুবদিয়া মৎস্য অফিসার মো. আইয়ুব আলী , মৎস্য প্রতিনিধি লিফ মহিউদ্দিন কুতুবী, পেকুয়ার অফিস সহকারী মো. জিয়াউদ্দিন ও কোস্টগার্ডের সহযোগিতায় চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আরও ১০টি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করে মোট ২০টি অবৈধ জাল মগনামা ঘাটের পাশে পুড়িয়ে ফেলা হয়।

Exit mobile version