parbattanews

কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ৩য় বর্ষে পদার্পণ

কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ২য় বর্ষ পূর্তি উদযাপন ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ ডসেম্বর) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল গেইটে তারাভবন চত্বরে বর্ষপূর্তি উদযাপন সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, পল্লী চিকিৎসক মোহাম্মদ ইলিয়াস, নিউ মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার পরিচালক এম.এ মান্নান, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম, সাংবাদিক আনিছুর রহমান হিরু, কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নেজাম উদ্দিন, আবাম ফাউন্ডেশনের এস.এম রহিম উল্লাহ ( ডেন্টিস্ট), মানবিক টিম কুতুবদিয়ার মিশকাত শরীফ, ইউনাইটেড ব্লাড ব্যাংক‘র মিজানুর রহমান প্রমুখ।

এসময় কুতুবদিয়ায় দরিদ্র ও অসহায় রোগীদের রক্ত ডোনেটে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মান্নান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের অর্থ সম্পাদক সালমান বিন রাসেল, সমাপনী বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Exit mobile version