parbattanews

কুতুবদিয়া বড়ঘোপে নাগরিক সভায় পৌরসভার দাবি

কুতুবদিয়া সদর বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি করেছেন বিশিষ্টজনেরা। শনিবার (৬ জানুয়ারি) বড়ঘোপ ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ। সভায় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান কুতুবদিয়া প্রেসক্লাব সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন এর সভাপতিত্বে বড়ঘোপকে পৌরসভা করার দাবিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেশখালীর সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক, জেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বীরমুক্তি যোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, স্থানীয় সরকার বিভাগের জেলা উপপরিচালক শ্রাবন্তী রায়, থানার ওসি মো. জালাল উদ্দিন, মহেশখালী পৌরসভা চেয়ারম্যান মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, টেকনাফ পৌরসভা চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম, সহকারি কমিশনার (ভ’মি) মুহাম্মদ হেলাল চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিচালক, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম ওলামা, বিশিষ্ট সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করণের বিভিন্ন যোক্তিকতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। এর আগে প্রধান অতিথি সিনিয়র সচিব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরে নতুন ভবন উদ্বোধন করেন।

এরপর উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে সিনিয়র সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।

Exit mobile version