parbattanews

কুতুবদিয়া বড়ঘোপ ইউপি‘র উপ-নির্বাচন ২৫ জুলাই

কুতুবদিয়া ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এ উপলক্ষে নির্বাচন কমিশন মঙ্গলবার তফশীল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ‘লীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হন। যে কারণে বড়ঘোপ ইউপি‘র চেয়ারম্যান পদটি নির্বাচন কমিশন আবেদনের প্রেক্ষিতে শূন্য ঘোষণা করেন।

ঘোষিত তফশীল অনুযায়ি মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ৩০ শে জুন, রিটার্নিং অফিসার কৃর্তক মনোনয়ন বাছাই ২ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই, আপিল নিষ্পত্তি (যদি থাকে) শেষে ১০ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৫ জুলই (বৃহস্পতিবার ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, বড়ঘোপ ইউপি‘র চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন মঙ্গলবার। আগামী ২৫ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের লক্ষ্যে তারা সকল প্রস্তুতি নেবেন বলেও জানান তিনি।

Exit mobile version