কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব


কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা।
এ সময় বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো.জহিরুল ইসলাম, কবি জসীম উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান।
এ ছাড়াও কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক নাজের হোছাইন,সমীর দাস, এনায়েত উল্লাহ, শিক্ষক শওকতুল ইসলাম, ফ্যা. লে. কাইমুল হুদা সরকারি প্রা. বিদ্যালয়ের সহকারি শিক্ষক শমসের নেওয়াজ মুক্তা,বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক চৌধুরী মো. মহিউদ্দিন, খাদেমুল ইসলাম,সাংবাদিক এম. এ মান্নান সহ অন্যান্য শিক্ষক,অভিভাবক,ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষক মাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে শিক্ষার্থী নাঈমা জাহাঙ্গীর নিঝুম ও গীতা পাঠ করে ঐশী দাস। স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সজল দাস।
পরে বিভিন্ন সাংস্কৃতিক,ক্রীড়া,চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।