parbattanews

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। এবারই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে এ ধরণের একটি মনোমুগ্ধকর গ্রামীণ ঐতিহ্য স্মরণ করতে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মঙ্গলবার( ১৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ছাত্রীদের ঘরোয়া পরিবেশে বানানো হরেক রকমের পিঠার আয়োজনে অনুষ্ঠানে নির্বাহী অফিসার ছাড়াও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদাউস, সমবায় কর্মকর্তা কামাল পাশা, প্রকল্প কর্মকর্তা সৌভ্রাত দাশ প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. রজব আলী, কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট রফিকুল আহসান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জিগারুন নাহার, শিক্ষক মাসুদুল হাসান, মাহবুবুল ইসলাম, খাদেমুল ইসলাম, গিয়াস উদ্দিন, সায়েমা আক্তার, শারমিন আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম. এ মান্নান, এসআই জয়নাল আবেদীন, এএসআই সজলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল দাশ।

Exit mobile version