কুতুবদিয়া হাসপাতালের ২ ক্লিনার পেল স্টার সনদ

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন ক্লিনার পেয়েছে “ স্টার অব দি মান্ধসঢ়;থ” পুরুষ্কার। তারা হল সালাহ উদ্দিন ও স্বপ্না রানী দে।
বেসরকারি সংস্থা পিএইচডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত দুই ক্লিনারকে গত আগস্ট মাসের কাজের দক্ষতার মূল্যায়নে রবিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের হল রুমে মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী তাদের হাতে সনদ ও পুরুষ্কার তুলে দেন বলে হাসপাতাল সূত্র জানায়।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, প্রধান সহকারী আবু নাসের, পিএইচডি কর্মকর্তাসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ক্লিনার সালাহ উদ্দিন জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ তার মত একজন ছোট কর্মচারীকে এমন মূল্যায়নে সে খুবই খুশি। এতে তার কাজের আগ্রহ আরো বাড়বে বলে সে মনে করে।
উল্লেখ্য, বেসরকারি সংস্থার দেয়া কয়েকজন পরিচ্ছন্নকমী ছাড়া হাসপাতালে সরকারি কোন পরিচ্ছন্নকর্মী নেই।