parbattanews

কুতুবদিয়া হাসপাতালে চালু হচ্ছে হাইফ্লো অক্সিজেন

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো সেন্ট্রাল লাইন অক্সিজেন সেবা চালু হচ্ছে। দীর্ঘদিনের অক্সিজেন ঘাটতি কাটিয়ে এবার করোনার মৌসুমে দূর হচ্ছে জরুরী সেবায় অক্সিজেন সংকট। খুব শীঘ্রই রোগীরা এ সেবা পাবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ বিরাট দায়িত্ব পালনের পাশাপাশি অন্তবিভাগেও অতি জরুরী মূহুর্তে হাইফ্লো অক্সিজেন সরবরাহে সেন্ট্রাল লাইন সংযোগ দিচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন সেন্টারে ২৭টি বেডের মধ্যে মুক্তিযোদ্ধা কেবিন সহ ১২টি বেডে সংযোগ দেয়া হচ্ছে। এ ছাড়া জেনারেল ওয়ার্ডে প্রসূতি কেবিন সহ আরও ২টি সাধারণ বেডে হাইফ্লো অক্সিজেন সংযোগ থাকবে। ফলে পুরো হাসপাতাল জুড়েই এখন ১৫টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সেবা থাকবে।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির টিম লিডার ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, করোনা ভাইরাস উপজেলায় অনেকটাই নিয়ন্ত্রণে। এর আগে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় করোনায় আক্তান্ত ঝুঁকিপূর্ণ অন্তত ৫জন রোগীকে বাহিরে পাঠাতে হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সুবিধা হওয়ায় এ ধরণের রোগীর প্রাথমিক ঝুঁকি মোকাবেলা সম্ভব হবে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, হাসপাতালে সেন্ট্রাল লাইন স্থাপনের ফলে করোনা মৌসুমেও অক্সিজেন সংকট হবেনা। সেন্ট্রাল লাইনের ছাড়াও প্রায় ৩০/৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে। এছাড়া “ প্রজেক্ট মুখের হাসি” নামে সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেও অক্সিজেন যোগাড় হচ্ছে।

উপজেলা সাস্থ্য ও প .প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসপাতালে স্থাপিত আইসোলেশন সেন্টার সহ ১৫টি বেডে সংযোগ দেয়া হচ্ছে হাইফ্লো অক্সিজেন সরবরাহ। মেকানিক্যাল কাজ প্রায় শেষ। ৩/৪ দিনের মধ্যেই এ সেবা তারা দিতে পারবেন বলে আশাবাদি। এ সেবা চালু হলে অবহেলিত দ্বীপের মানুষের সুচিকিৎসার মাইলফলক হিসেবে বিবেচ্য হবে বলেও তিনি মনে করেন।

Exit mobile version