parbattanews

কুতুবদিয়া হাসপাতালে ৪ ধাত্রী নার্সের যোগদান

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৪ সিনিয়র নার্স যোগদান করেছেন। তারা ডেলিভারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে একটি প্রকল্পের অধিনে কাজ করবেন।

হাসপাতাল সূত্র জানায়, আগে যোগদানকৃত ১২ নার্স রয়েছে। সম্প্রতি ঘুর্ণিঝড় মোরা’য় আঘাতের পর একটি প্রকল্পের বিশেষ টিম হিসেবে ডেলিভারিতে  ধাত্রী নার্স দেয়া হয়েছে। তারা প্রাথমিক পর্যায়ে ৪ মাস থাকবেন। নিয়মিত সাধারণ ডেলিভারির দায়িত্বের পাশা পাশি অন্য সেবাও দেবেন। এর আগে হাসপাতালে ডেলিভারি রোগীদের সেবা দেয়া হলেও ঝুঁকিপূর্ণ নরমাল ডেলিভারি করানো সম্ভব হতো না। এখন সে সেবাটাও নিয়মিত পাবে রোগীরা।

এ জন্যে লেবার রুম সহ আনুসাঙ্গিক যন্ত্রপাতিও প্রস্তুত। যোগাযোগ-যাতায়াত ব্যবস্থার অপ্রতুল দ্বীপে সাধারণ রোগীর পাশাপাশি গর্ভবর্তী রোগীদের ডেলিভারির পূর্ণ নিশ্চয়তা দেওয়া যেতনা অনেক সময়। এ ৪ নার্স যোগদানের পর সে ভোগান্তি দূর হবে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পালাক্রমে দিবা-রাত্রি সেবা দিবেন তারা।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জয়নুল আবেদীন বলেন, ধাত্রী বিদ্যায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৪জন নার্স যোগদান করায় প্রত্যন্ত অঞ্চলের গর্ভবর্তী মহিলাগণ চিকিৎসকের পরামর্শে এখন কুতুবদিয়া হাসপাতালে ২৪ ঘন্টা নিরাপদ ডেলিভারি করানোর সুযোগ পাবে সম্পূর্ণ বিনা পয়সায়। এ ছাড়া আনুসাঙ্গিক অতি প্রয়োজনীয় ঔষধ সেবাও পাবেন তারা। প্রাথমিক পর্যায়ে ধাত্রী নার্সগণ ৪ মাসের জন্য এলেও প্রয়োজনে এসময় বাড়ানো হতে পারে বলে তিনি জানান।

Exit mobile version