parbattanews

কুমিল্লা টিলা উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনুদান প্রদান করলো খাগড়াছড়ি সেনা জোন

আর্থিক সহায়তা প্রদান করছেন খাগড়াছড়ি সদর জোন কমাণ্ডার লে. ক. মোহাম্মদ আরাফাত হোসেন

শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত মানুষ দেশের বোঝা নয়, তারা দেশের সম্পদ, এই মূলমন্ত্রে খাগড়াছড়ি জোন মঙ্গলবার (০৭মে ২০১৯) খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লা টিলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি উক্ত অনুদান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন আবু আনসারী এর নিকট তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় কারবারী উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদান পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাহাড়ে বসবাস রত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version