কৃষকদের ভাগ্য পরিবর্তনে কৃষি সামগ্রী বিতরণ করলেন বীর বাহাদুর এমপি
কৃষিবান্ধব দেশ আমাদের এই বাংলাদেশ তারই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবানের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্য পরিবর্তনে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী ও অনুদান হিসেবে চেক বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে। তারই ধারাবাহিকতায় ৬১টা প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ১৬ লাখ ৬৫ হাজার টাকার চেক ও ২৯টি পাওয়ার টিলারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। পার্বত্য বান্দরবানকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পার্বত্যমন্ত্রী।