কৃষক বাঁচলে দেশ বাঁচবে- অংজন মারমা

পাহাড়ে জুম চাষি বা কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা কৃষকদের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষকের উৎপাদন কমে গেলে দেশের অর্থনীতিতে ধস নামবে।কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি অংজন মারমা সমাবেশে বলেন, "বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের মূল্যায়নের ওপর কঠোর তাগিদ দিয়েছেন। বিএনপি ও কৃষক দল সবসময় দেশের কৃষকদের পাশে ছিল এবং থাকবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।"তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশসারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক দল তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সমাবেশের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি (জাবেদ মাম্যাচিং গ্রুপ) সভাপতি নুচমং মারমা, থুইঅংছেন মারমা, উসাইঅং মারমা, থুইহ্লাপ্রু মারমা প্রমুখ।সমাবেশে পৌনে শতাধিক কৃষক দলের নেতা-কর্মী অংশ নেন। বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন