কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বাড়ানোর তাগিদ রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের


রাঙামাটিতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বাড়ানোর তাগিদ দিয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, আমাদের জেলায় যেখানে অনাবাদি জমি রয়েছে সেসব জমিগুলোকে চাষের আওতায় আনতে হবে এবং দু’ফসলী জমিতে রূপান্তর করতে হবে। জেলার উন্নয়নমূলক সকল কর্মকান্ডে জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে তাগাদা দেন।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এর সঞ্চালনায় জেলা পরিষদের সদস্যবৃন্দ,হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।