parbattanews

কৃষি যন্ত্রপাতি, ক্রিড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রজাতির চারা, গরু, পাওয়ার টিলারসহ কৃষি সামগ্রী, সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির সহায়তায় শুক্রবার (৫ জুলাই) দুপুরে এসব সামগ্রী বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যার ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসাইন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা।

এসময় বান্দরবানের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৩ শত ৪২ জন কৃষকদের মাঝে ৪০ হাজার ৯ শত ৪০টি বিভিন্ন চারা, ৯১টি পাওয়ার টিলার, ৯১টি পাম্প মেশিন এবং ৬০ জন মৎসজীর মাঝে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণসহ ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠনকে বিভিন্ন ধরনের ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষী পদ দাশ, সিয়ং ম্রো, পিলিপ ত্রিপুরা, ম্রোসা খেয়াং, মহিলা সদস্য তিংতিং ম্যা মারমা, মহিলা সদস্য ফাতেমা ফারুল প্রমুখ।

Exit mobile version