কেউ জনস্বার্থবিরোধী কাজ করবেন না : ওয়াদুদ ভূঁইয়া


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মীর হোসেন-এর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বিরোধী দলের ওপর জুলুম, নিপীড়নসহ সকল অপশাসনের খন্ডিত চিত্র তুলে ধরে বলেন, সারাদেশে ওই কুলাঙ্গার আওয়ামীলীগ যেমন রাজনীতির নামে বিরোধী দলের ওপর জুলুম, নিপীড়ন, অত্যাচার, গণহত্যার পাশাপাশি জনগণের ন্যায্য প্রাপ্তি এবং উন্নয়নের নামে হরিলুট করেছে। ঠিক তেমনি খাগড়াছড়ির সর্বত্র এবং মানিকছড়িতেও আওয়ামী লীগের জয়নাল, মাঈনগংরা যে অপ-রাজনীতি, লুটপাট করে হাজার কোটি টাকার মালিক বনে গেছে!
এখন দেখছি, আমাদের (বিএনপির) কেউ, কেউ চাঁদাবাজিতে মেতে উঠেছে! আমি বেঁচে থাকতে খাগড়াছড়িতে বিএনপি পরিবারের কাউকে জনবিরোধী রাজনীতি করতে দেবো না। আমি দলের সবাইকে সাবধান করে দিচ্ছি, কেউ জনস্বার্থ বিরোধী কাজ করবেন না। ব্যত্যয় ঘটলে কাউকে ক্ষমা করা হবে না। আগে কর্মীর খোঁজ নিন, কর্মীর সুখ-দুঃখের সাথী হউন। জনগণের কল্যাণে নিজে এগিয়ে যান।
এবং দলের নাম ভাঙ্গিয়ে কোনো নেতাকর্মী অনৈতিক কাজ বা চাঁদাবাজি করিলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি দেওয়ার নির্দেশ দেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষত্র মহোন রোয়াজা, ও সহ-সভাপতি ম্রাসোথোই মারমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, সদস্য সচিব হৃদয় নুরসহ জেলা, গুইমারা লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।