কেটি পেরি মহাকাশে যাচ্ছেন


বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা কেটি পেরি মহাকাশে যাচ্ছেন। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে রয়েছেন আরও ৫ নারী। পুরো মিশনেরই নেতৃত্ব দেবেন কেটি।
ব্লু অরিজিনের বরাত দিয়ে ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম কোনো মিশন, যেখানে সকলেই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।
এক প্রতিবেদনে আরও বলা হয়, এই বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা শুরু করবে। আগামী ২৩ এপ্রিল হতে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুর এ ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে যে, তার পূর্বেই এই সফর সম্পন্ন হবে